রাজু-খুনে বেশ কিছু উত্তর খুঁজছে সিট

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে (Raju Jha Murder Case) খুনের আগে দুষ্কৃতীরা বেশ কয়েকদিন রেইকি করেছিল খুনে ব্যবহৃত ওই নীল গাড়িটি নিয়ে। বুধবার তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। দুষ্কৃতীরা গাড়িটি দিল্লি থেকে বেশ কিছুদিন আগেই চুরি করে এনেছিল। গাড়িটির ইঞ্জিন ও স্যাসি নম্বর বিকৃত করার চেষ্টাও করে। তবে ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রকৃত নম্বর উদ্ধার করেছেন। রাজুকে (Raju Jha Murder Case) সিটি সেন্টারের হোটেলের সামনেই খুনের ছক কষা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেটও বেশ কয়েকবার তারা বদলেছে। রাজুকে খুনের পর শক্তিগড় রেলস্টেশনের কাছে গাড়িটি ফেলে যায়। গাড়ির ভেতর থেকেই ভুয়ো নম্বর প্লেট, দুটি রিভলভার ও বেশ কয়েকটি কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশ জানতে চাইছে, ইডি-সিবিআইয়ের খাতায় মোস্ট ওয়ান্টেড আব্দুল লতিফ সেদিন রাজুর গাড়িতেই ছিল, সেকথা রাজুর সর্বক্ষণের ছায়াসঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় গোপন করল কেন। কেনই বা লতিফের গাড়ির চালক মহম্মদ নুর আলম পুলিশের কাছে অভিযোগ পত্রে লতিফের উপস্থিতির কথা লিখিতভাবে জানাল। গোয়েন্দাদের একটি দল ঝাড়খণ্ডে গিয়েছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্যের সন্ধানে বলে সিটের তরফে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিজেপি বিধায়ক-সাংসদ হারিয়েছেন মানুষের ভরসা

Latest article