প্রতিবেদন : বিজেপির নির্দিষ্ট অ্যাজেন্ডা মেনেই পাঠ্যসূচি তৈরি করছে এনসিইআরটি। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যসূচি থেকে বাদ পড়ল মহাত্মা গান্ধীর হত্যাজনিত বেশ কিছু তথ্য। পাশাপাশি একাদশ শ্রেণির সমাজবিজ্ঞানের বই থেকে বাদ পড়েছে গুজরাত দাঙ্গার ঘটনা। এমনকী, আরএসএস-এর মতো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়টিও বাদ দেওয়া হয়েছে। এর আগে উত্তরপ্রদেশে ইতিহাসের পাঠ্যবই থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি বিশাল অংশ বাদ দেওয়া হয়েছিল। বিজেপি সরকারের গৈরিকীকরণের লক্ষ্য পূরণ করতেই এনসিইআরটির এই পদক্ষেপ বলে অভিযোগ করেছে বিরোধীরা। তাদের দাবি, বিজেপি ও আরএসএস-এর মতাদর্শকে আঘাত করে এমন কোনও বিষয় পড়ুয়ারা যাতে পড়তে না পারে তার ব্যবস্থা করছে কেন্দ্রের মোদি সরকার। শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইছে বিজেপি।
আরও পড়ুন-ককপিটে সাপ, জরুরি অবতরণ করল দক্ষিণ আফ্রিকার বিমান
এনসিইআরটির সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে গান্ধীজির মৃত্যু সংক্রান্ত অধ্যায়। এছাড়াও হিন্দু-মুসলিম ঐক্যের জন্য গান্ধীর অবদানও ছেঁটে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা হওয়ার পর বুধবার এনসিইআরটি কর্তা দিনেশ সাকলানি দাবি করেন, বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী গান্ধীজির ওপরে কিছু অংশ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ সেগুলি অপ্রাসঙ্গিক ও চাপিয়ে দেওয়া বলে মনে হয়েছে। হঠাৎ একদিনের সিদ্ধান্তে এই পরিবর্তন হয়নি।
গত জুন মাসেই এই বদল হয়েছে। নতুন করে কিছু হয়নি। করোনা অতিমারির কারণে ছাত্র-ছাত্রীদের ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।