ককপিটে সাপ, জরুরি অবতরণ করল দক্ষিণ আফ্রিকার বিমান

মাঝ আকাশে ফের তীব্র আতঙ্ক ছড়াল বিমানে। তবে কোনও যাত্রীর অসভ্যতার কারণে নয়। এবার বিমানের ককপিটেই পাওয়া গেল বিষধর কেউটে

Must read

প্রতিবেদন : মাঝ আকাশে ফের তীব্র আতঙ্ক ছড়াল বিমানে। তবে কোনও যাত্রীর অসভ্যতার কারণে নয়। এবার বিমানের ককপিটেই পাওয়া গেল বিষধর কেউটে। বিমান তখন মাঝ আকাশে, সে সময়ে নিজের আসনের নিচে ওই কেউটেকে পড়ে থাকতে দেখেন পাইলট। তবে সাপের ভয়ে আতঙ্কিত হলেও তিনি মানসিক স্থিরতা হারাননি। বরং মাথা ঠান্ডা রেখে বিমানটিকে জরুরি অবতরণ করান।

আরও পড়ুন-ভোটে চিনকে পিছনে ফেলে রাষ্ট্রসংঘের স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত ভারত

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। অভিজ্ঞ পাইলট রুডলফ এরাসমাস বলেছেন, দীর্ঘ কর্মজীবনে তিনি কখনও এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হননি। একটি ছোট বিমান নিয়ে তিনি ওরসেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে যাচ্ছিলেন। ওড়ার আগে তিনি সবসময় তাঁর সঙ্গে একটি জলের বোতল রাখেন। বেশ কিছুক্ষণ ওড়ার পর তিনি পায়ে একটি ঠান্ডা স্পর্শ অনুভব করেন। প্রথমে ভেবেছিলেন, হয়তো জলের বোতলটি গড়িয়ে পড়েছে। কিন্তু অচিরেই ভুল ভাঙে। তিনি দেখেন বোতলটি আগের জায়গাতেই আছে। তখনই তিনি নিচে ঝুঁকে দেখতে পান তাঁর আসনের নিচে রয়েছে একটি বিষধর সাপ।

Latest article