দুবাই : চলতি আইপিএলে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফ নিশ্চিত করে ফেললেও, বৃহস্পতিবারের ম্যাচটা জিতে প্রথম দুইয়ে শেষ করাই লক্ষ্য সিএসকে শিবিরের।
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। সমান ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাট কোহলির আরসিবি। পাঞ্জাবকে হারালে ২০ পয়েন্ট নিয়ে দিল্লিকে ছুঁয়ে ফেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। দিল্লি নিজেদের শেষ ম্যাচ জিতলেও, সেক্ষেত্রে সিএসকের দু’নম্বরে শেষ করা কার্যত নিশ্চিত। কারণ আরসিবি শেষ দুটো ম্যাচ জিতে ২০ পয়েন্টে পৌঁছলেও, নেট রানরেটে ধোনিরা অনেকটা এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন : দেশ বাঁচানোর লড়াইয়ে বাংলাই মডেল, জানালেন অভিষেক
এদিকে, এই ম্যাচের আগে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ধোনি নিজের আইপিএল ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন। এবারের টুর্নামেন্টে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ব্যাট হাতে এবারের আইপিএলে ১৩ ম্যাচে সিএসকে অধিনায়কের মোট রান ৮৪। গড় ১৪ এবং স্ট্রাইক রেট ৯৭.৬৭। সর্বোচ্চ রান ১৮। এই পারফরম্যান্সের পর এটাই ধোনির শেষ আইপিএল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল।
যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে ধোনির মন্তব্য, ‘‘আমার অবসর নিয়ে অনেক কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চেন্নাইয়ের মাঠেই বিদায় নেব। আশা করছি, নিজের শেষ আইপিএল ম্যাচটা চেন্নাইয়ে খেলব। মাঠ ভর্তি দর্শকদের সামনে।’’ তাঁর এই মন্তব্যেই স্পষ্ট যে, আগামী আইপিএলেও ধোনি খেলছেন।