চারের দৌড়ে আজ রাসেলই বাজি

Must read

শারজা : এরকম পরিস্থতিতে একটা চনমনে বার্তা আসে কিং খানের কাছ থেকে। নাইট ড্রেসিংরুমকে চাঙ্গা করে তিনি হয়তো বলেন, তোমরা শুধু আমার জন্য এই ম্যাচটা জেতো।

কিন্তু এখন সেই পরিস্থিতি নয়। বরং ছেলে আরিয়ানকে নিয়ে চাপে থাকা শাহরুখ খানকে বৃহস্পতিবারের ম্যাচ জিতে কিছুটা স্বস্তি দিতে পারেন এক-একজন নাইট।
মরুদেশে পা রেখে এ-যাবৎ দৃশ্যত অসম্ভবকে সম্ভব করেছে মর্গ্যানের দল। আইপিএলের প্রথম পর্বে যারা মোটে দুটি ম্যাচ জিতেছিল, তারাই এবার ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতেছে দাপটের সঙ্গে খেলে। তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে শারজায় কেকেআর আজ মুখোমুখি রাজস্থান রয়্যালসের। দশ পয়েন্টে থাকা দলের জন্য অবশ্য এই ম্যাচের তেমন গুরুত্ব নেই। মুম্বইয়ের কাছে যাচ্ছেতাই হারের পর সঞ্জু স্যামসনদের এটা কার্যত নিয়মরক্ষার ম্যাচ।
আসলে নাইটদের লড়াই এখন মুম্বইয়ের সঙ্গে। তারাও তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে। তবে প্লাস নেট রানরেট নিয়ে এগিয়ে আছে কেকেআর। শারজায় এই ম্যাচে কেকেআরকে শুধু জিতলে হবে না, রানরেটেও এগিয়ে থাকতে হবে।

আরও পড়ুন : কোচবিহারে মিহির গোস্বামীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের গিরীন্দ্রনাথ বর্মণ, ফের দলবদল?

আট বছর আগে এভাবেই পরপর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের কেকেআর। আরও একবার হারকে জয় করে বাজিগর হওয়ার সুযোগ বলিউড বাদশার দলের সামনে। রাজস্থান আগের ম্যাচে মুম্বইয়ের কাছে পর্যদুস্ত হওয়ার পর সঞ্জুরা শেষ ম্যাচে কতটা লড়াই করতে পারেন, সেটা একটা প্রশ্ন। তবে নাইটদের লড়তে হবে মুম্বইয়ের কথা মাথায় রেখেই। এই মুহূর্তে এই দু-দলের সামনেই শুধু প্লে অফে যাওয়ার সুযোগ।

প্রত্যাশিতভাবেই আবার নেটে ফিরেছেন আন্দ্রে রাসেল। এরকম বাঁচন-মরণ ম্যাচে তিনিই বরাবর নাইটদের তাস। রাসেল ফিরলে বাদ পড়তে পারেন টিম সাউদি। কারণ এখানকার মন্থর পিচে নারিনের সঙ্গী হতে পারেন শাকিব। যিনি আগের ম্যাচে কৃপণ বোলিং করেছেন। নারিনও দিয়েছেন মোটে ১২ রান। তবে কিছুই না হারানোর ম্যাচে সঞ্জু আর শিবম দুবে ভয়ংকর হতে পারেন। তাঁদের তাড়াতাড়ি ফেরানো চ্যালেঞ্জ হবে নারিনদের কাছে।

আরও পড়ুন :.পাঞ্জাবকে হারিয়ে প্রথম দুইয়ে শেষ করতে চায় চেন্নাই

সবমিলিয়ে যা পরিস্থিতি, প্লে অফ প্রায় দেখতে পাচ্ছেন নাইটরা। শুধু সেখানে পা রাখার চাবি এখনও হতে আসেনি মর্গ্যানের। শাকিব আগের ম্যাচের পর বলেছিলেন, সবটাই এখন তাঁদের ওপর নির্ভর করছে। বিলক্ষণ। সত্যিটা বড় আগেই বুঝে নিয়েছে কেকেআর ড্রেসিংরুম।

Latest article