মহিলাদের পোশাক নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বেলন, মেয়েরা খারাপ পোশাক পরলে, তাঁদের নাকি রামায়ণের সুর্পণখার মত দেখতে লাগে। বিজেপির সাধারণ সম্পাদক বলেন তিনি যখন কোনও যুবককে নেশাগ্রস্থ অবস্থায় দেখেন, তখন তাদের থাপ্পড় মারতে ইচ্ছে হয়। বৃহস্পতিবার হনুমান ও মহাবীর জয়ন্তী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এমনই এক উক্তি করে বসলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানান, রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় অনেক শিক্ষিত যুবক, এমনকি শিশুদেরও মাদকাসিক্ত অবস্থায় দেখতে পান তিনি। কৈলাশ বিজয়বর্গী স্পষ্ট বলেন বলেন, “এদের দেখলে আমার মনে হয়, গাড়ি থেকে নেমে গিয়ে থাপ্পড় মেরে আসি।”
ভিডিওতে শোনা যাচ্ছে তিনি বলছেন, “আমরা নারীদের মধ্যে দেবী দেখি। কিন্তু মেয়েরা যে ধরণের খারাপ পোশাক পরে ঘুরে বেড়ায়, তাতে তাঁদের দেবী নয়, শূর্পণখার মত দেখতে লাগে।” এরপর তিনি বলেন, “ভগবান তোমাদের সুন্দর করে বানিয়েছেন এবং সুন্দর শরীর দিয়েছেন… তাই বন্ধুরা, ভালো পোশাক পরো”
আরও পড়ুন-প্রাইভেট টিউশন বন্ধে সচেতনতার প্রচার শুরু
ঠিক এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই বক্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। টুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মেয়েরা তাঁদের ইচ্ছে মত কী জামা পরবে, তার জন্য তাঁদের দৈত্যর সঙ্গে তুলনা করছে বিজেপির নেতারা।
India continues to walk BACKWARDS under the leadership of PM @narendramodi.
Senior @BJP4India leaders are now comparing women to demonesses for simply choosing to wear what they please!
Wish Mr @KailashOnline would chide his son too, for his behaviour.https://t.co/YFT1iHUosk
— All India Trinamool Congress (@AITCofficial) April 8, 2023
এই মর্মে জহর সরকার জানান, ‘প্রকাশ্যে যৌনতাবাদী এই মন্তব্য দলের নিচু মানসিকতার পরিচয় দেয়। শুধু তাকে দেখে বিচার করুন আপনি নিরাপদ কিনা!’
This openly sexist remark reveals the low mentality of the party.
Just look at him and judge whether you are safe! https://t.co/vDGi5BMIx9— Jawhar Sircar (@jawharsircar) April 8, 2023
এই বিষয় নিয়ে সুস্মিতা দেব বলেন, ‘বিজেপির ডিএনএ বারবার ওদের নোংরা ভাষার মাধ্যমে প্রকাশ্যে আসে।যিনি এভাবে শ্লীলতাহানির জন্য নোংরা পোশাকের সংজ্ঞা দেন তিনি নির্লজ্জ এবং ঘটনা লজ্জাজনক| কৈলাশ বিজয়বর্গীয়: নোংরা পোশাক পরা মেয়েদের সাথে শূর্পণখার সঙ্গে তুলনা করেছেন বিজেপির সিনিয়র নেতা’
The DNA of @BJP4India is repeatedly exposed through its dirty mouth pieces.
Who defines dirty clothes for chauvinists like him.
Shameless & Shameful.
Kailash Vijayvargiya: Senior BJP Leader Compares Girls In Dirty Clothes To Demoness https://t.co/Dg3WzNcXgE
— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) April 8, 2023
ডেরেক ও ব্রায়ান বলেন, ‘বিজেপির প্রতিষ্ঠা দিবসে, আমি এই লেখাটি লিখেছিলাম #CallingAttention for
@ndtv। বিজেপিকে আয়নায় নিজেকে কঠোরভাবে দেখতে বলে। লিঙ্ক: https://bit.ly/407bVhL
কয়েকদিনের মধ্যেই লজ্জার তালিকায় যুক্ত হল আরও একজন।’
On BJP Foundation Day, I wrote this piece #CallingAttention for @ndtv asking BJP to take a hard look at itself in the mirror.
LINK: https://t.co/07Zh6XtCbY
In a few days, one more added to the Shame List. https://t.co/UeUFjzozO9
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) April 8, 2023
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই মর্মে বলেন,’ Sexist & Misogynist বলে বিজেপি নেতারা চিৎকার করে যায়। ন্যাশনাল জেনারেল সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় একটি চমকপ্রদ মন্তব্য করেছেন যে “নোংরা পোশাকে” মহিলারা শূর্পনাখার মতো দেখতে, একটি দানব। অমৃতকালে নারী তুমি নারায়ণীর প্রতিশ্রুতি কল্পনার উড়ান থেকে যায়!’
Sexist & Misogynist is what @BJP4India leaders scream!
Nat’l Gen Sec @KailashOnline made a shocking comment that women in “dirty clothes” look like Shurpanakha, a demoness.
In Amrit Kaal, the promise of Nari Tu Narayani remains a flight of fantasy!https://t.co/xBp9mnO2qs
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 8, 2023