প্রাইভেট টিউশন বন্ধে সচেতনতার প্রচার শুরু

শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যাতে কোনওভাবেই প্রাইভেট টিউশন করতে না পারেন তার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবার এই মর্মে শিক্ষক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে জোরালো প্রচার কর্মসূচিও শুরু করা হল।

আরও পড়ুন-গৈরিকীকরণ : প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি জেলাতেও এই প্রচার শুরু করা হয়েছে। হাটে-বাজারে জনবহুল স্থানে রাজ্য সরকারের এই নির্দেশের কথা প্রচার করছে শিক্ষা দফতর। যেখানে বলা হয়েছে, রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা কোনওভাবেই প্রাইভেট টিউশন করতে পারবেন না। এই নিয়মের অন্যথা হলে তাঁর চাকরিও কেড়ে নেওয়া হতে পারে। পেনশনও আটকে যেতে পারে।

আরও পড়ুন-মোদি শিক্ষার গুরুত্ব বোঝেন না, দাবি সিসোদিয়ার

বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে এবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজ বাড়িতে, ভাড়া বাড়িতে বা কোচিং সেন্টারে প্রাইভেট টিউশন করছেন কি না তা নিশ্চিত করতে হবে স্কুলেরই প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের। সেই সঙ্গে স্কুল শিক্ষা কমিশনার এই স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন, নিয়মের লঙ্ঘন দেখলেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ওই দোষী শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

Latest article