মোদি শিক্ষার গুরুত্ব বোঝেন না, দাবি সিসোদিয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে এবার জেলবন্দি প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও ময়দানে নামালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে এবার জেলবন্দি প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও ময়দানে নামালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী সিসোদিয়া জেল থেকে খোলা চিঠি লিখে মোদিকে কড়া ব্যঙ্গ করেছেন। খোলা চিঠিতে মণীশ লিখেছেন, নরেন্দ্র মোদি বিজ্ঞান বোঝেন না। নরেন্দ্র মোদি শিক্ষার গুরুত্বই বোঝেন না। তাঁর মতো অল্পশিক্ষিত একজন দেশের প্রধানমন্ত্রী হওয়া অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন-স্পষ্ট দ্বিচারিতা হয়েছে, শাহকে বিঁধল তৃণমূল

নিজের দাবির সপক্ষে সিসোদিয়া বলেছেন, গত কয়েক বছরে দেশে ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে। স্কুলগুলি বন্ধ হওয়ার কারণ শিক্ষার গুরুত্ব কী সেটা প্রধানমন্ত্রী জানেন না। দেশের প্রকৃত উন্নয়নের জন্য অবশ্যই একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা আবশ্যক। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছে আপ। দেশে শিক্ষিত প্রধানমন্ত্রী চাই, এই দাবিতে দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে আপ পোস্টার দিয়েছে। উল্লেখ্য, দিল্লির মদ কেলেঙ্কারিকাণ্ডে মণীশকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁকে ইডিও গ্রেফতার করে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিসোদিয়ার লেখা চিঠিটি আবার ট্যুইট করেছেন কেজরি।

Latest article