সংবাদদাতা, ডায়মন্ড হারবার : আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিজেপি নেতা রাজু মণ্ডল। রবিবার রাতে সাগর এলাকা থেকে রাজুকে গ্রেফতার করেছে সাগর কোস্টাল থানার পুলিশ। রাজু সাগর চার নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। গত এক সপ্তাহের মধ্যে সাগর ব্লকের দুই বিজেপি নেতা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হল। গত ৩ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল অলোক পাত্রকে। গতকাল গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ রাজুকে গ্রেফতার করে।
আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল আনন্দ বোস
রাজু বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। পরে রাজু রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দিতেন প্রতারিতদের। বেশ কয়েকজন প্রতারিত থানায় অভিযোগ দায়ের করেন। তারপর থেকে বেশ কয়েক মাস এলাকা ছাড়া ছিলেন রাজু৷ ধৃত নেতা স্থানীয় নারায়ণী আবাদের বাসিন্দা। ধৃতকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আরও পড়ুন-রাজ্যে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা, ১০ লাখ মানুষ ৯৯৬৬ শিবিরে
পঞ্চায়েত নির্বাচনের মুখে দুই নেতার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার সভাপতি বিপ্লব নায়েক জানান, তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে না পেরে সাগরের মাঠে ময়দানে বা যারা সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছে তাদের নানা অছিলায় গ্রেফতার করা হচ্ছে। এইরকম ভাবে আমাদের দাবিয়ে রাখা যাবে না। আমরা চাই রাজু মন্ডল দ্রুত মুক্তি পাক। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আগামীদিনে মানুষ এর যোগ্য জবাব দেবে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি এভাবেই দুর্নীতি করছে।