নয়াদিল্লি : বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা বর্তমান সময়ে দেশের বিপজ্জনক প্রবণতাগুলির মধ্যে অন্যতম। মোদি জমানায় এটিই প্রথা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নিজের শব্দের থেকেও বেশি জোরে তাঁর দাপট দেখান। যে দাপট আসলে ক্ষমতার কথা বলে। দেশ চালানোর কথা বলে না। এই প্রবণতা সুস্থ গণতান্ত্রিক পরিকাঠামোর বিরোধী।
আরও পড়ুন-বিরোধী ঐক্যের স্বার্থে আদানি নিয়ে জেপিসি তদন্তে রাজি পাওয়ার
মোদি জমানার কড়া সমালোচনা করে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ও সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর কথায়, ভারসাম্য তখনই প্রমাণিত হয় যখন সরকারের নির্দিষ্ট নীতি থাকে এবং সেই নীতির সমালোচনাও থাকে। বিরোধীদের সমালোচনাকে বাদ দিয়ে যেভাবে দেশে একনায়কতান্ত্রিক প্রশাসন গড়ে উঠেছে তা সমর্থনযোগ্য নয়। সোনিয়ার তোপ, বর্তমান বিজেপির সরকার আইনসভা, প্রশাসন ও বিচারবিভাগকে প্রহসনে পরিণত করছে।