চৈত্রের গরমে পুড়ছে বাংলা যদিও এবার বর্ষা স্বাভাবিক

এরপর থেকে আর বৃষ্টির কোনও সম্ভাবনাও দেখা দেয়নি। ১লা বৈশাখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি আরও বাড়বে

Must read

প্রতিবেদন : রোদ্দুরে দগ্ধ বাংলা। চৈত্র শেষে জমিয়ে ব্যাটিং করছে গরম। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। তীব্র গরমে আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে বিশেষ সতর্কতাও। তবে এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, বর্ষা স্বাভাবিক সময়েই প্রবেশ করবে ভারতে। এল নিনো থাকার জন্য বর্ষায় বৃষ্টিপাতের ঘাটতি থাকবে না বলে দাবি মৌসম ভবনের। হাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বছর। আইএমডি জানিয়েছে, বর্ষায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা ৩৫ শতাংশ। এদিকে স্বাভাবিকের কম বর্ষার সম্ভাবনা ২৯ শতাংশ। মৌসম ভবন সবাইকে আশ্বস্ত করে ঘোষণা করে, এবছর নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।

আরও পড়ুন-বাঁশদ্রোণীতে আগুন, ঘটনাস্থলে দুই মন্ত্রী

হাওয়া অফিসের সতর্কতা
১) দীর্ঘক্ষণ রোদে থাকবেন না
২) ১১টা-৪টে সরাসরি রোদে থাকা এড়িয়ে চলুন
৩) হালকা, ঢিলা সুতির পোশাক পরুন
৪) রোদে বাইরে বেরোলে মাথা ঢেকে রাখুন
৫) ছাতা, টুপি, রোদ চশমা ব্যবহার করুন
৬) তেষ্টা না পেলেও প্রচুর জল খান
৭) গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্করা সাবধানে থাকুন
৮) দুর্বল, বমিভাব, র‍্যাশ, শরীরে টান ধরলে ডাক্তারের পরামর্শ

আরও পড়ুন-চুনীর নামে গেট, উদ্বোধনে গাভাসকর, পয়লা বৈশাখে মোহনবাগানে উৎসব

মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এরপর থেকে আর বৃষ্টির কোনও সম্ভাবনাও দেখা দেয়নি। ১লা বৈশাখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি আরও বাড়বে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। ঝাড়গ্রাম, বাঁকুড়া ৩৯ ডিগ্রি, পুরুলিয়া ৩৮ ডিগ্রি। আজ, বুধবার তিন জেলাতেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া ও ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। বুধবার তিন জেলায় তাপপ্রবাহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া হবে ৪১ ডিগ্রি।

Latest article