প্রতিবেদন: চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও এবার আমেরিকাকে টেক্কা দিতে চলেছে রাশিয়া। আমেরিকাকে পিছনে ফেলে চলচ্চিত্র নির্মাণের ইতিহাস নতুন এক রেকর্ড গড়তে চলেছেন রাশিয়ান অভিনেতা-অভিনেত্রীরা। এই প্রথম মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার শুটিং হতে চলেছে। এই শুটিংয়ে অংশ নিচ্ছেন রাশিয়ার বহু নামজাদা অভিনেতা-অভিনেত্রী।
আরও পড়ুন-অণু গঠনের কৌশল আবিষ্কার, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর
ছবির শুটিংয়ের জন্য মঙ্গলবার রাতেই মহাকাশযান সয়ুজ এমএস-১৯ চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন রাশিয়ার মহাকাশচারী ও অভিনেতা অ্যান্টন স্কাপলেরভ। গিয়েছেন অভিনেত্রী জুলিয়া পেরেসলিড এবং ছবির পরিচালক ও প্রযোজক ক্লিম শিপেঙ্কো। কাজাখাস্তানের বৈকানুর থেকে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশে যে রাশিয়ান ছবির শুটিং হতে চলেছে তার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে (লো আর্থ অরবিট) রয়েছে একটি মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশন থেকে আমেরিকা, রাশিয়া, জাপানি মহাকাশ গবেষণা সংস্থা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায়। সেখানেই এবার শুটিং করবেন রাশিয়ার অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন-উৎসবের মুখে আরও দামি হল রান্নার গ্যাস, তীব্র ক্ষোভ তৃণমূলের
উল্লেখ্য, এখনও পর্যন্ত যে সমস্ত জনপ্রিয় চলচ্চিত্রের মহাকাশে শুটিং করা হয়েছে বলে মনে হয় সেগুলো সবই শুটিং করা হয়েছিল হলিউডের স্টুডিওতে। সেখানেই তৈরি করা হয়েছিল মহাকাশের কৃত্রিম সেট। কিন্তু এই প্রথম রাশিয়া মহাকাশেই শুটিং করতে চলেছে। রাশিয়ার হাত ধরে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে খুলে যেতে চলেছে এক নতুন দিগন্ত।