প্রতিবেদন : প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পা পড়ছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল মনোহর গাভাসকরের। পয়লা বৈশাখের বারপুজোয় ময়দানে সবুজ-মেরুন তাঁবু উৎসবের চেহারা নেবে।
গঙ্গাপাড়ের ক্লাবে এবার ঘটা করেই উৎসব পালিত হবে। উপলক্ষ, প্রথমবার ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং বারপুজোর দিন প্রয়াত চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাব ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন। তাছাড়া মোহন জনতার দাবি মেনে ক্লাবের নামের আগে থেকে এটিকে শব্দও সরে গিয়েছে।
আরও পড়ুন-অসংগঠিত শ্রমিকদের পাশে রাজ্য
বাংলা নববর্ষের প্রথম দিন তাই বাগানে উৎসবের রং আরও রঙিন। সেদিন ক্লাবের ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করবেন গাভাসকর। শনিবার বারপুজোর দিন সকাল সাড়ে দশটায় উদ্বোধন। চুনীর সঙ্গে ক্রিকেট খেলেছেন সানি। তাই গাভাসকরকে এনেই মোহনবাগান-রত্ন চুনীর নামাঙ্কিত ক্লাব ফটকের উদ্বোধন করতে চলেছেন কর্তারা।
গাভাসকরের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। মোহনবাগানপ্রেমী গায়ক বাবুল সেদিন সমর্থকদের গান শোনাবেন। বারপুজো হবে সকাল সাড়ে ন’টায়। দুপুর বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।
আরও পড়ুন-ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘গাভাসকর কখনও মোহনবাগান ক্লাবে আসেননি। সেই তিনি প্রথমবার আমাদের ক্লাবে আসবেন চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের গেট উদ্বোধন করতে। এটা ইতিহাস হয়ে থাকবে। ফুটবলে চুনীদা কিংবদন্তি, ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাসকর। এমন সমাপতন ময়দানে বিরল।’’
আরও পড়ুন-কুয়েত মিডিয়ায় আত্মপ্রকাশ করল রোবট সংবাদপাঠিকা
সচিব আরও জানিয়েছেন, বারপুজোর দিন গেট উদ্বোধনী অনুষ্ঠানে গাভাসকরকে সংবর্ধনা দেবে ক্লাব। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত থাকবেন চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী। সঙ্গে থাকবেন প্রাক্তন ফুটবলার বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, জেভিয়ার পায়াস, দীপেন্দু বিশ্বাস, বিক্রমজিৎ দেবনাথ, সুশীল সিং প্রমুখ।