ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ঋতুকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যের বিষয়ে অভিন্ন জাতীয় নীতি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Must read

প্রতিবেদন : ঋতুকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যের বিষয়ে অভিন্ন জাতীয় নীতি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, দেশজুড়ে ছাত্রীদের বিনামূল্যে উচ্চমানের স্যানিটারি ন্যাপকিন দিতে হবে। দেশের প্রতিটি স্কুলে শৌচালয় যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন-কুয়েত মিডিয়ায় আত্মপ্রকাশ করল রোবট সংবাদপাঠিকা

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হোক, এই দাবি জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দেয়।
দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ সোমবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশে দেশের সব স্কুলে ছাত্রীদের টয়লেটের সংখ্যা কত, সেগুলির পরিস্থিতি কেমন এবং স্যানিটারি প্যাড সরবরাহ সংক্রান্ত তথ্যও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, স্কুলগুলিতে প্যাড ভেন্ডিং মেশিনের জন্য কত টাকা বরাদ্দ এবং ব্যবহৃত প্যাড ফেলার জন্য কী ব্যবস্থা আছে সে বিষয়ও জানতে চেয়েছে আদালত।

আরও পড়ুন-প্রবল অন্তর্দ্বন্দ্বের জেরে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না বিজেপি

সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের উচিত সব রাজ্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে এ-ব্যাপারে অভিন্ন জাতীয় নীতি তৈরি ও তা বাস্তবায়ন করা। নির্দেশিকায় সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে, এই কাজের জন্যে যদি তাদের তহবিল থাকে তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের কাছে সে বিষয়ে তাদের চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
অতিরিক্ত সলিসিটর জেলারেল ঐশ্বর্য ভাটি আদালতকে বলেন, কোনও রাজ্যে যদি ইতিমধ্যেই এ ধরনের নিয়ম চালু হয়ে থাকে তা যেন অবিলম্বে কেন্দ্রকে জানানো হয়। সেক্ষেত্রে কেন্দ্র একটি সাধারণ মডেল চালু করতে পারে। আদালত পুরো বিষয়টি পরিচালনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে দায়িত্ব দিয়েছে।

Latest article