প্রবল অন্তর্দ্বন্দ্বের জেরে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না বিজেপি

বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পা এই নির্বাচনের প্রধান কান্ডারি হোন। অথচ তাতে রীতিমতো আপত্তি রয়েছে বোম্বাই শিবিরের

Must read

প্রতিবেদন : কর্নাটক বিধানসভা নির্বাচনের আর একমাসও দেরি নেই। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অথচ রাজ্যের শাসকদল বিজেপি এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না। গেরুয়া শিবিরে অন্তর্দ্বন্দ্ব এতটাই প্রবল যে, তাদের প্রার্থী তালিকা প্রকাশ আটকে রয়েছে। দলে লড়াইটা মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের মধ্যে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের পরেও এখনও জট পুরোপুরি কাটেনি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বা বুধবার সকালে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে।

আরও পড়ুন-সতর্কতামূলক গ্রেফতারি আইন ঔপনিবেশিকতার প্রতীক : শীর্ষ আদালত

প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজে নির্বাচনে না লড়লেও তাঁর ঘনিষ্ঠদের প্রার্থী করতে উঠে পড়ে লেগেছেন। নিজের ছেলে বিজয়েন্দ্রকে তিনি প্রার্থী করতে চান। বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দফায় দফায় বেশ কয়েকবার কথা বলেছেন। মোদির সঙ্গে আলোচনা হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, প্রথম দফায় বিজেপি ১৭০ থেকে ১৮০ জনের তালিকা প্রকাশ করতে পারে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী বোম্বাই বলেছেন, প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন। তবে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আবারও আলোচনা হতে পারে।

আরও পড়ুন-দরিদ্র কৃষককে কৃষিকাজে সাহায্যে এগিয়ে এল শিবির

বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পা এই নির্বাচনের প্রধান কান্ডারি হোন। অথচ তাতে রীতিমতো আপত্তি রয়েছে বোম্বাই শিবিরের। ইয়েদুরাপ্পার ছেলে বিজনেন্দ্রকে নিয়ে তাদের প্রবল আপত্তি। ইয়েদুরাপ্পা চাইছেন তাঁর ছেড়ে দেওয়া আসন শিকারিপুর থেকে ছেলে বিজনেন্দ্রকে প্রার্থী করতে। কিন্তু এই প্রস্তাবে প্রবল আপত্তি বোম্বাইয়ের। এমনিতেই বিভিন্ন জনমত সমীক্ষা স্পষ্ট হয়ে গিয়েছে যে, কর্নাটকে আর ক্ষমতায় ফিরছে না বিজেপি।

Latest article