নয়াদিল্লি, ১১ এপ্রিল : দু’বছর পর আইপিএলে অর্ধশতরান রোহিত শর্মার। শেষ পর্যন্ত এবারের আইপিএলের প্রথম ম্যাচও জিতল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমে টানা চার হার ডেভিড ওয়ার্নারদের। মঙ্গলবার শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ঘরের মাঠে দিল্লি আরও এক ম্যাচ হারল। ম্যাচের নিয়ন্ত্রণ মুম্বই নিজেদের হাতে রাখলেও শেষদিকে হৃদস্পন্দন বাড়িয়ে খেলার রং বদলাল বারবার। যদিও চাপ সামলে বাজিমাত করল মুম্বই।
আরও পড়ুন-বাঁশদ্রোণীতে আগুন, ঘটনাস্থলে দুই মন্ত্রী
দিল্লি প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫১ রান করেন। অক্ষর প্যাটেল (২৫ বলে ৫৪) এদিনও সাত নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং না করলে দিল্লি এই স্কোরে পৌঁছতে পারত না। জবাবে রোহিত, ঈশান কিসানের দাপটে ভাল শুরু করলেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সূর্যকুমার যাদব এদিন ক্যাচ ধরতে গিয়ে চোখের নিচে চোট পান। ব্যাট হাতেও ফের ব্যর্থ। বাংলার পেসার মুকেশ কুমার পরপর দু’বলে সূর্য ও তিলক ভার্মার উইকেট নিলেও শেষ ওভারে মোক্ষম সময়ে টিম ডেভিডের ক্যাচ ফেলে দিল্লির হতাশা বাড়ালেন। মুম্বইও শেষ বলে ম্যাচ বের করে নেয়।