প্রতিবেদন : আগেই কাজ শুরু হয়েছিল। অবশেষে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমির (Mohun bagan sports academy) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হচ্ছে বৃহস্পতিবার ১৩ এপ্রিল। প্রথমে স্কুল ক্রিকেট দিয়েই শুরু হচ্ছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান এই প্রকল্প (Mohun bagan sports academy) শুরু করেছে। আপাতত কলকাতা-সহ ১২টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়ার পাশাপাশি মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়িতেও অ্যাকাডেমি হবে। অ্যাকাডেমির মাধ্যমে প্রতিশ্রুতিমান ক্রিকেটার তুলে আনতে সিএবি-র সাহায্যও পাচ্ছে মোহনবাগান। শুরুতে ১৫ থেকে ২০টি স্কুলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার অ্যাকাডেমির সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অ্যাকাডেমির সূচনা করবেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ, মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমির চেয়ারম্যান অপরূপ চক্রবর্তী, ক্লাবের ক্রিকেট সচিব তন্ময় চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়াও অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার, ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররাও উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার, বাংলা রঞ্জি দলের ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা। তাঁদের সঙ্গে থাকবেন দুই মহিলা ক্রিকেটার বনশ্রী দাস, রুনা বসু।
আরও পড়ুন: নতুন লড়াইয়ের মহড়ায় মগ্ন রিঙ্কু