নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মোদি জমানায় মুঘল যুগ ও গান্ধীজির পর এবার কোপ পড়ল মৌলানা আবুল কালাম আজাদের উপর। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের কথা মুছে ফেলা হল।
আরও পড়ুন-দার্জিলিং থেকে প্রথম মহিলা পাইলট, গর্বিত দার্জিলিংবাসী
বাদ দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন শর্তের উল্লেখও। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে গণপরিষদ কমিটির সভা নিয়ে আলোচনা থেকে মৌলানা আজাদের নাম বাদ দেওয়া হয়েছে। সংশোধিত সংস্করণে বলা হয়েছে, ‘সাধারণত, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল বা বি আর আম্বেদকর এই কমিটিগুলির সভাপতিত্ব করেছিলেন।’ একই পাঠ্যপুস্তকের দশম অধ্যায়ে, ‘সংবিধানের দর্শন’ শিরোনামে জম্মু ও কাশ্মীরের শর্তসাপেক্ষে ভারতে যোগদানের উল্লেখও মুছে ফেলা হয়েছে। বাদ দেওয়া অনুচ্ছেদে বলা হয়েছিল, ভারতীয় ইউনিয়নে জম্মু ও কাশ্মীরের যোগদান সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে এর স্বায়ত্তশাসন রক্ষা করার প্রতিশ্রুতির ভিত্তিতে ছিল। মুছে ফেলা হয়েছে এই অংশটাও।
আরও পড়ুন-চলছে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো
প্রথমে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ও গুজরাত দাঙ্গার পর এবার কোপ মৌলানা আবুল কালাম আজাদে। বিজেপির ইতিহাস মুছে ফেলার ধারা অব্যাহত। বিজেপি সরকারের বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ আগেই উঠেছিল। মৌলানা আবুল কালাম আজাদের নাম বাদ দেওয়ার পর এই বিতর্ক আরও বাড়ল।