চলছে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো

যদিও এটি প্রথম নয় এর আগেও বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে।

Must read

আইপিএল (IPL 2023) চলছে তাই এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ ঘোষণা করেছে। শুক্রবার আইপিএলের ম্যাচ। তাই নতুন সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। ইডেনে ম্যাচ শেষ হওয়ার পর সর্বকদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার কেকেআর ও সানরাইজারস হায়দরাবাদের ম্যাচ আছে।

আরও পড়ুন-পাঞ্জাবের বৈশাখী উৎসবে যাত্রাপথে দুর্ঘটনা, মৃত ৭

মেট্রো সূত্রে খবর শুক্রবার এসপ্লানেড থেকে মেট্রো ছাড়বে রাত ১২ টা ১৫ মিনিটে। দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১২ টা ৪৮ মিনিটে। আর উল্টো দিকে যাওয়ার জন্য এসপ্লানেড থেকে মেট্রো ছাড়বে রাত ১২ টা ১৫ মিনিটে ও কবি সুভাষ পৌঁছবে ১২ টা ৪৮ মিনিটে। এসপ্লানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে রাত পর্যন্ত। স্মার্ট কার্ড ও টোকেন সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন-‘বাংলায় যা সামাজিক প্রকল্প আছে, সারা বিশ্বে কোথাও নেই’ মজুরদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

১৪ এপ্রিলের ম্যাচের পর আবার কলকাতায় ম্যাচ রয়েছে ২৩ এপ্রিল, ৮ মে, ১১ মে এবং ২০ মে। প্রতিদিনই রাতের ম্যাচগুলি শেষে ইডেনে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালানো হবে।

আরও পড়ুন-‘নতুন দার্জিলিঙের কথা ভাবছি’ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী

যদিও এটি প্রথম নয় এর আগেও বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময়ে বা বইমেলার সময়ে, যুবভারতীতে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের সময়ে বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রো।

Latest article