‘নতুন দার্জিলিঙের কথা ভাবছি’ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী

সেই অবস্থায় এবার ‘নতুন দার্জিলিং’ (Darjeeling) গড়ে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

সাধারণ মানুষের ব্যস্ত জীবনে মানুষ খুঁজছে নিরিবিলি ও শান্ত পরিবেশ। খুব বেশি সুযোগ হয় না শীতের দেশে যাওয়ার। আবার সুযোগ হলেও অনেক সময় ভিড় ও মেলে না হোটেল। সেই অবস্থায় এবার ‘নতুন দার্জিলিং’ (Darjeeling) গড়ে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-খাদে পড়ল গাড়ি, নেপালের দুর্ঘটনায় মৃত ৪ ভারতীয়

আজ বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘উত্তরবঙ্গের জন্য প্রচুর কাজ করেছে তৃণমূল কংগ্রেস সরকার। স্থানীয় এলাকা যদি শান্ত থাকে, তাহলে এই কাজটা সহজ হয়। দার্জিলিঙে ১০-১২ বছরের পরপর কিছু একটা অশান্তি তৈরি করে। ফলে কোনও লোক (উন্নয়নমূলক কাজ) করতে চায় না। তা সত্ত্বেও আমরা নতুন দার্জিলিঙের কথা ভাবছি। নতুন দার্জিলিং তৈরি করার কথা ভাবছি।’

আরও পড়ুন-নিশীথের কনভয়ে হামলার ঘটনা: সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

মমতা এদিন আরও বলেন, ‘দার্জিলিঙে এখন থাকার জায়গা নেই।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘সেই পরিস্থিতিতে চা-বাগানের ১৫ শতাংশ জমিতে হোটেল বা রিসর্ট করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে অনেক মানুষ থাকতে পারবেন। স্থানীয় লোকেরা কাজ পাবেন।’

Latest article