পাঞ্জাবের বৈশাখী উৎসবে যাত্রাপথে দুর্ঘটনা, মৃত ৭

বৈশাখী উৎসবে (Baishakhi Festival) যোগ দিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর উঠে আসে এবং ১৭ জনকে পিষে দেয় ।

Must read

বৈশাখী উৎসবে (Baishakhi Festival) যোগ দিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর উঠে আসে এবং ১৭ জনকে পিষে দেয় । জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আজ বৃহস্পতিবার সকালে পঞ্জাবের (Punjab) হোসিয়ারপুর জেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বুধবার রাতেও হোসিয়ারপুরে পথ দুর্ঘটনায় মোট ১০ পুণ্যার্থীর মৃত্যু হল।

আরও পড়ুন-‘বাংলায় যা সামাজিক প্রকল্প আছে, সারা বিশ্বে কোথাও নেই’ মজুরদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

হোসিয়ারপুরের ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ (DSP) দলজিৎ সিং খাখ এই মর্মে জানান, হোসিয়ারপুর পাহাড়বেষ্টিত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাল বেয়ে নীচের দিকে নামার সময়ই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ফুটপাথের উপর দিয়ে হেঁটে চলা ১৭ জন পুণ্যার্থীকে ধাক্কা মারে। মৃতদের বেশিরভাগ উত্তরপ্রদেশের মুজফফরনগরের মাস্তান খেরা এলাকার বাসিন্দা। ৩ মহিলাও রয়েছেন। আহত ১০ জনের মধ্যে ৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Latest article