প্রতিবেদন : ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে অবদান রেখেছিলেন তিন বঙ্গকন্যা। বৃহস্পতিবার সেই বিশ্বজয়ী তিন কন্যা রিচা ঘোষ, তিতাস সাধু ও ঋষিতা বসুর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কৃত করা হল বোলিং কোচ রাজীব দত্তকেও।
আরও পড়ুন-ডেঙ্গু, জ্বর-সহ যে কোনও সমস্যা-অভিযোগের এক ফোনেই ঘরে সমাধান
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রিচা, তিতাস ও ঋষিতা। দেশে ফেরার পর বিমানবন্দরেই তিন কন্যাকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সময়ই রাজ্য সরকারের তরফ থেকে রিচাদের পাঁচ লক্ষ টাকা করে পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন-বোলান-গাজনে মাতল তিন জেলা, গানে মুখ্যমন্ত্রীর জয়গাথা
যেমন কথা, তেমনই কাজ। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে রিচা, তিতাস ও ঋষিতার হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম-সহ আরও বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত তিন বঙ্গকন্যাও।