ডেঙ্গু, জ্বর-সহ যে কোনও সমস্যা-অভিযোগের এক ফোনেই ঘরে সমাধান

ঘরে বসেই মিলবে ডেঙ্গু ও জ্বরের রক্তপরীক্ষার রিপোর্ট। সেই সঙ্গে এলাকার যে কোনও সমস্যা বা অভিযোগেরও মিলবে সমাধান।

Must read

সংবাদদাতা, বসিরহাট : এককথায় বললে, দুয়ারে বসিরহাট পুরসভা। একটা ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই মিলবে যাবতীয় সমস্যার সমাধান। ঘরে বসেই মিলবে ডেঙ্গু ও জ্বরের রক্তপরীক্ষার রিপোর্ট। সেই সঙ্গে এলাকার যে কোনও সমস্যা বা অভিযোগেরও মিলবে সমাধান। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বসিরহাট পুরসভা। সোমবার এই অভিনব পরিষেবার সূচনা করেন পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরি ও উপপ্রধান সুবীর সরকার। বসিরহাট পুরসভার কনফারেন্স হলে হাজির ছিলেন একাধিক কাউন্সিলর-সহ পুর আধিকারিকরা।

আরও পড়ুন-বোলান-গাজনে মাতল তিন জেলা, গানে মুখ্যমন্ত্রীর জয়গাথা

পুরসভায় না গিয়েই ঘরে বসে সমস্যার কথা জানিয়েই সমাধান মেলায় খুশি পুরবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা ও প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে শুরু করেন দুয়ারে সরকার, দুয়ারে ডাক্তার, দুয়ারে রেশন-সহ একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে বসিরহাটের পুরপ্রধানের উদ্যোগে উপপ্রধান-সহ সব পুরপিতা-পুরমাতাদের সহযোগিতায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে লোকনাথ মন্দিরে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মন্ত্রীর

পুরপ্রধান জানান, পুরবাসীকে পরিষেবা দিতে আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর দেখানো পথই অনুসরণ করেছি আমরা। যেহেতু বসিরহাট পুরসভার আয়তন অনেক বড়, তাই সব সময় মানুষ পুরসভায় আসতে পারেন না। এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলাররা সমস্যার সমাধান করারও সময় পান না। তার উপর অসহ্য গরম পড়েছে। সামনেই বর্ষাকাল, মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত হবে। এসব মাথায় রেখেই পুরসভার পক্ষে ৭০০১৬৫২৫৯২ নম্বরটি পুরবাসীদের সরবরাহ করা হয়েছে। এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে এলাকার সমস্যা বা অভিযোগ নিয়ে পুরসভাকে জানাতে পারবেন রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অভিযোগের ভিত্তিতে সমাধান করা হবে। পুর এলাকার কারও জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে পুরসভা পরিচালিত ৩টি রক্তপরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিরা গিয়ে বিনামূল্যে রক্তের নমুনা নিয়ে দিনের দিন রিপোর্ট জানিয়ে দেবে ফোনেই। ডেঙ্গু বা জ্বরের পাশাপাশি পুর এলাকার যে কোনও সমস্যা, অভিযোগ ও পরামর্শের জন্যেও ব্যবহার করা যাবে এই ফোন নম্বর। এই পরিষেবা পেয়ে পুরসভাকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের পুরবাসিন্দারা।

Latest article