রীতিশা সরকার, দার্জিলিং: উত্তরের পর্যটনের বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় আরও একটি ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধনের সময় পর্যটন বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিংয়ের লামাহাটায় আজকাল বিভিন্ন সিনেমা-সিরিয়ালের শ্যুটিং হয়। ওটাও আমি আবিষ্কার করেছিলাম। উল্লেখ্য, দার্জিলিং থেকে খানিকটা দূরে পর্যটকদের এখন প্রিয় ডেস্টিনেশন আরেক দার্জিলিং ‘লামাহাটা’।
আরও পড়ুন-মালদহে দশ হাজারের বেশি পড়ুয়াকে শিক্ষাশ্রী সুবিধা
২০১২ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি উত্তরের অন্যতম বিশেষ পর্যটন কেন্দ্র লামাহাটা। এই লামাহাটার কথা দীর্ঘ ১১ বছর পরে ফের উঠে এল মুখ্যমন্ত্রীর মুখে। গতকাল বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে লামাহাটার কথা বলেন তিনি। ২০১২ সালে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় ঘুম পেরিয়ে জোড়বাংলোর রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ি গায়ে পাইন গাছের জঙ্গলের মাঝে তাঁর চোখে পড়ে— মেঘ যেন হাতছানি দিয়ে ডাকছে। প্রকৃতির এই মুগ্ধ করা রূপ মুখ্যমন্ত্রীর চোখেই পড়েছিল প্রথম। তা দেখেই মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে খোঁজ নিয়েছিলেন। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গে। বন দফতরের অধীনস্থ এই জায়গায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন-নাম না করে স্পিকারের তোপ সেই বিচারপতিকে
তখন সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন পর্যটন দফতরের জয়েন্ট ডিরেক্টর বর্তমানে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল। তাঁকেই লামাহাটা ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সুনীল আগরওয়াল জানিয়েছেন, ২০১২ সালের কথা মনে আছে। মুখ্যমন্ত্রীর কনভয় থেমেছিল, আমি তখন সেখানে উপস্থিত। ইকো ট্যুরিজম কেন্দ্র করার নির্দেশ দিয়েছিলেন। পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে উত্তরের ইকো ট্যুরিজম কেন্দ্র লামাহাটা।