দমদম রোডে নতুন সেতু

তবে ওই অস্থায়ী ব্রিজ দিয়ে অটো বা চার চাকার গাড়ি চলাচলের অনুমতি নেই। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী অটো রুটটিকেও ভেঙে দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : দমদম রোডে বাগজোলা খালের ওপর চলাচলকারী পুরনো সেতু ভাঙার কাজ শুরু করল রাজ্যের পূর্ত দফতর। গত শুক্রবার থেকে এই সেতুর ওপর দিয়ে যান ও চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। সোমবার থেকে সেতুটি ভাঙার কাজ শুরু হয়েছে। পুরনো জরাজীর্ণ সেতুটি ভেঙে নতুন করে তা গড়ে তোলা হবে। এর জন্য প্রায় এক বছর সময় লাগবে বলেই জানা গিয়েছে। পূর্ত দফতর সূত্রে খবর, প্রথমে ব্রিজের তলা থেকে বিদ্যুতের লাইন ও জলের পাইপ লাইন সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আবিষ্কার নয়া দার্জিলিং লামাহাটা

এরপর শুরু হবে মূল ব্রিজটি ভাঙার কাজ। সেই কাজ শেষ হলে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। সেতু ভাঙার আগে তাঁর দু’দিকে বসানো হয়েছে গার্ডওয়াল। মূল ব্রিজের পাশে পথচারী ও সাইকেল আরোহীদের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে একটি বেইলি ব্রিজ। তবে ওই অস্থায়ী ব্রিজ দিয়ে অটো বা চার চাকার গাড়ি চলাচলের অনুমতি নেই। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী অটো রুটটিকেও ভেঙে দেওয়া হয়েছে। দমদম স্টেশন থেকে হনুমান মন্দির পর্যন্ত এসে পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে ফের নাগেরবাজারের অটোয় উঠতে হবে। তবে অটোর ভাড়া নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে কিছু ক্ষোভ তৈরি হয়েছে।

Latest article