দুঃসহ গরমের মধ্যেই বর্ষ বরণের পর কিছুটা আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২০ এপ্রিলের পর রাজ্যে (Bengal- Weather) ঝড় বৃষ্টির পরিবেশ সৃষ্টি হতে পারে বলে বাংলা নববর্ষের দিনই মিলল আশ্বাস বাণী। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ গণেশ কুমার দাস জানিয়েছেন ক্যালেন্ডার বদল হলেও নববর্ষে এখনই গরমের হাত থেকে রেহাই মেলার সম্ভাবনা নেই। তবে অচেনা শুষ্ক গরমের বদলে চেনা ঘাম প্যাচপেচে গরম বেড়েছে এদিন। তবে এটা নিতান্তই সাময়িক। গণেশ বাবু জানান, ঝাড়খন্ড থেকে তামিলনাড়ু একটি নিম্নচাপ অক্ষ রেখা তৈরি হয়েছে। ফলে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ শুরু করেছে। তবে এটা একেবারেই সাময়িক। রবিবার থেকে আবার এক থেকে দুই ডিগ্রী টেম্পারেচার বাড়তে শুরু করবে। আবার ত্বকে জ্বালা ধরাবে শুষ্ক গরম হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রাও ৪০ এর থেকে ওপরে থাকার সম্ভাবনা থাকছে । ৫ দিন আবহাওয়া একই রকম শুষ্ক থাকবে। কোচবিহার ,আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উওর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদার মত জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টির (Bengal- Weather) কোথাও কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দমদম রোডে নতুন সেতু