সংবাদদাতা, সিউড়ি : আজ, রবিবার তৃণমূলের পাল্টা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখের ওপর তীব্র ও সপাটে জবাব দিতে চলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই দিকে তাকিয়েই মুখিয়ে আছে বীরভূম জেলার সঙ্গে গোটা পশ্চিম বাংলাও। আর আজকের এই সভায় অনেক বেশি লোক সমাগমের সম্ভাবনা দেখা দেওয়ায় রাতারাতি সভার স্থান পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস। সিউড়ির বেণীমাধব স্কুল ময়দানে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সভাটি হওয়ার কথা থাকলেও অমিত শাহর সভা থেকে বেশি লোক হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই আজকের নির্ধারিত সভাটি হচ্ছে ইরিগেশন কলোনির মাঠে। কারণ এই মাঠটি বেণীমাধব স্কুল ময়দানের থেকে অনেক বড়। সভায় প্রায় ৫০ হাজার লোক সমাগম হওয়ার কথা জানান সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। শনিবার তিনি বলেন, ‘‘রোজার উপবাস ও দাবদাহের কথা মাথায় রেখে রবিবার সকাল ৯টায় সভা আরম্ভ হবে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সভায় জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও টলি অভিনেতা সোহম হাজির থাকবেন।” বিকাশবাবু বলেন, ‘‘আমরা কোনও বাস তুলছি না। নিজের নিজের এলাকা থেকে কর্মী-সমর্থকরাই বাস ভাড়া করে সভায় আসছেন।” বাসমালিক সমিতির যুগ্মসম্পাদক সুনীলকুমার ঘোষ জানান, ‘‘প্রায় সমস্ত বাস বুক হয়ে গিয়েছে।” সব মিলিয়ে সিউড়িতে পদ্ম শিবিরের দু’নম্বর জাতীয় নেতা অমিত শাহর নাকে ঝামা ঘষে দিতে তৈরি তৃণমূল। তাই তাদের পাল্টা সভা নিয়ে আজ মুখিয়ে আছে গোটা রাজ্য।