রাজু ঝা খুনে জেলবন্দি আসামিকে সুপারি

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: উত্তরপ্রদেশের দাগি আমন সিংকেই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে তদন্তকারী আধিকারিকদের একাংশ প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার সে কারণেই বর্ধমানের মুখ্য দায়রা আদালতে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলখানার ফুটেজ সংগ্রহের জন্য একটি আবেদন জমা করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশের ১২ সদস্যের বিশেষ তদন্তকারী দল ওই ফুটেজ হাতে পাওয়ার পর মিলিয়ে দেখতে চাইছে রাজু (Raju Jha Murder Case) খুনের আগে ও পরে ঠিক কারা কারা জেলবন্দি আমন সিং-এর সঙ্গে দেখা করে গিয়েছে। এক তদন্তকারী আধিকারিক জানান, গতকালই আমাদের দলের দু’জন হাজারিবাগ জেলে গিয়ে সন্দেহভাজন আমনের সঙ্গে একপ্রস্থ কথা বলে এসেছে। শনিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন প্রথম হাজারিবাগ জেল সুপারের সঙ্গে ফোনে কথা বলেন বলে সূত্র মারফত জানা গিয়েছিল। তারপরেই বুধবার তদন্তকারীদের দুই আধিকারিক রাকেশ সিং ও অরূপ ভৌমিক সরাসরি হাজারিবাগ জেলখানায় গিয়ে কুখ্যাত গ্যাংস্টার আমন সিংয়ের সঙ্গে কথা বলেন বলে সূত্র মারফত জানা গেছে। তাকে প্রাথমিক জেরার পর ওই দুই আধিকারিক জেলা পুলিশকে রিপোর্ট দেন। তার ভিত্তিতেই হাজারিবাগ জেলের সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিতে চাইছে জেলা পুলিশ। এদিন জেলার মুখ্য দায়রা আদালতে জেলা পুলিশ রাজু ঝা’র মৃতদেহের সঙ্গে উদ্ধার হওয়া তার দুটি ব্যাগও জমা দিয়েছে। সেই ব্যাগে ছিল রাজু ঝা’র (Raju Jha Murder Case) জামাকাপড় ও নগদ এক লক্ষ টাকা এবং একটি দামি বিদেশি মদের বোতল। পাশাপাশি, পুলিশ আততায়ীদের ফেলে যাওয়া গাড়ি থেকে উদ্ধার হওয়া ১২ রাউন্ড অব্যবহৃত গুলিও জমা করেছে। উদ্ধার হাওয়া গুলির মধ্যে ৮ মিলিমিটার ও ৯ মিলিমিটার মাপের বুলেটই পাওয়া গিছে। কিন্তু, রাজুর শরীরের ময়না তদন্তের সময় উদ্ধার হওয়া চারটি গুলির মাপ ছিল ৭.৬৫ মিলিমিটারের। এ থেকে তদন্তকারীরা বুঝতে পেরেছেন, রাজু ঝা’র মতো অভিজাত কয়লা কারবারিদের হত্যা করার জন্য আততায়ীরা অন্তত তিনরকমের আগ্নেয়াস্ত্র সঙ্গে এনেছিল। কিন্তু লিক হয়ে যাওয়া হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখা যায়, গুলি চালানোর সময় একজন হলুদ শার্ট পরা আততায়ীর পিস্তলটি একবার লক হয়ে যায়। আরেকবার সেটি আততায়ীর হাত থেকে পড়েও যায়। পুলিশেরই একাংশ এটিকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বলে আদৌ মানতে রাজি নয়। পুলিশের কারও কারও মত, এটি আসলে বেশি কাঠা। মুঙ্গেরি মাল।

আরও পড়ুন-ফিরহাদ হাকিমের সভায় বেশি লোক হবে বলে স্থানবদল, আজ বিজেপিকে পাল্টা তৃণমূলের

Latest article