সংবাদদাতা, বজবজ : নাম প্রকৃতির পাঠশালা। এই পাঠশালায় শিক্ষকের নাম প্রকৃতি। তার শীতল, স্নিগ্ধতায় মন জুড়োবে। রয়েছে গাছবাড়ি। প্রচণ্ড গরমেও যেখানে মেলে শীতলতা। সেজন্য এই গরমে কলকাতার খুব কাছেই ঘুরে আসুন বজবজ দু’নম্বর ব্লকে। এই প্রকৃতির পাঠশালাটি বজবজ ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া একটি বায়োডাইভার্সিটি পার্ক। পার্কটিতে রয়েছে একাধিক ফুলের গাছ, প্রজাপতি পার্ক আর বেশ কয়েকটি ঝিল। রয়েছে রঙিন মাছ, আর মনজুড়ানো সবুজের সমারোহ।
আরও পড়ুন-বাদশার শহরে আজ ইজ্জতের লড়াই
এই বায়োডাইভার্সিটি পার্কের মূল আকর্ষণ ট্রি হাউস। এখানে নতুন দুটি গাছবাড়িতে চারটি ঘরের উদ্বোধন হয়েছে। যেগুলোর নাম— চিত্রা, জোনাকি, ছুটি এবং তিতলি। এছাড়াও পুরনো একটি গাছবাড়িও রয়েছে। বিডিও নবকুমার দাসের উদ্যোগে এই গাছবাড়ি ও বায়োডাইভার্সিটি পার্ক নব রূপে গড়ে উঠেছে। যে পার্কে সন্ধে হলেই শোনা যায় পাখিদের কলকাকলি। রয়েছে শতাধিক প্রজাতির গাছ, কিছু ঔষধী গাছ ও ফুলের গাছ। সবমিলিয়ে পর্যটকদের জন্য এই বায়োডাইভার্সিটি পার্ক আগামীদিনে নতুন গন্তব্যস্থল হতে চলেছে। প্রকৃতির কোলে ঠাঁই নিতে চলে আসুন বজবজের গজাপোয়ালির পৈতা গ্রামের বায়োডাইভার্সিটি পার্কে।