আজ, রবিবার সকাল থেকে রাত ১২ পর্যন্ত বন্ধ থাকবে মাঝেরহাট ব্রিজ (Majherhat Bridge)। এর ফলে সাধারণ মানুষকে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে। রবিবার হওয়ায় খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। রাজ্যে এখন তাপমাত্রা তুঙ্গে । মাঝেরহাট ব্রিজ বন্ধ করে জোকা–বিবাদী বাগ মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে। শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করা হয়েছে মাঝেরহাট ব্রিজ। আজ, রাত ১২টা পর্যন্ত এই ব্রিজ বন্ধ থাকবে। সোমবার থেকে যানবাহন যাতায়াত করতে পারবে।
আরও পড়ুন-বছরের প্রথম দিনেই টেলিপাড়ায় আগুন, হতাহতের খবর নেই
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে শনিবার থেকে জোকা–বিবাদী বাগ মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ চলছে। মাঝেরহাট ব্রিজের পাশ দিয়ে একটি মেট্রো লাইন তৈরি করা হচ্ছে। লাইন সংযোগ করার জন্য গার্ডার বসানো হবে ওখানে। এই গার্ডার বসানোর কাজ অনেকটা সময় লাগবে। তাই আজ রবিবার সারাদিন এবং রাত ১২টা পর্যন্ত মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট তিনটি গার্ডার আনা হয়েছে। আজ মেট্রোর স্তম্ভের উপর সেগুলো বসানো হবে।
আরও পড়ুন-২০ এপ্রিল থেকে ডুয়ার্সে পর্যটকদের জন্য চলবে এনবিএসটিসি বাস
মাঝেরহাট ব্রিজ বন্ধ বলে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যাওয়ার সময় গাড়িগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আলিপুর থেকে যাওয়া গাড়িগুলি চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে। সমস্যা যদিও খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে মনে করা হচ্ছে। আজ রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে যদি কাজ হয়ে যায় তাহলে সোমবার থেকে সমস্যা থাকবে না।