সমলিঙ্গের বিয়ের আইনগত স্বীকৃতির শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের সেই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষান কাউল, এস রবীন্দ্র ভাট, পিএস নরসিংহ ও হিমা কোহলি।

Must read

সুপ্রিম কোর্টের (Supreme court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এবার সমলিঙ্গে বিবাহের আইনগত স্বীকৃতির আবেদনগুলি শুনতে রাজি হয়েছে। এবার সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের সেই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষান কাউল, এস রবীন্দ্র ভাট, পিএস নরসিংহ ও হিমা কোহলি।

আরও পড়ুন-আজ মধ্যরাত পর্যন্ত বন্ধ মাঝেরহাট ব্রিজ

আগামী ১৮ এপ্রিল এই নিয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। অনেক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সম লিঙ্গের বিবাহকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এই পিটিশনগুলি দেওয়া হয়েছে। LGBTQIA সহ অন্য়ান্য় নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করবে বলেও মনে করা হয়।

একাধিক সমলিঙ্গের দম্পতি তাঁদের বিবাহকে আইনগত স্বীকৃতির দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। যদিও এই আবেদনগুলি নিয়ে আগেই কেন্দ্রীয় সরকার আপত্তি করে।

আরও পড়ুন-বছরের প্রথম দিনেই টেলিপাড়ায় আগুন, হতাহতের খবর নেই

কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামায় আবেদন করা হয়েছে, ভারতীয় পরিবারে একই লিঙ্গের দুজনের মধ্য়ে যৌন সম্পর্ক, সঙ্গী হিসাবে একই সঙ্গে থাকা এটা মান্যতা দেওয়া হয় না।

Latest article