সংবাদদাতা, এগরা : রামনগরের পঞ্চপল্লী সমবায় সমিতির নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার এগরার সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রামনগরের মতো এগরাতেও রাম এবং বামের জোট মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেসের সামনে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এগরা-২ ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতের খাগদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়।
আরও পড়ুন-রাজু-খুনে মিলল বীরভূম-যোগ
পুলিশি প্রহরায় নির্বিঘ্নে ভোটের পর গণনা শুরু হয়। একের পর এক জোনের তৃণমূল প্রার্থীরা জয়ী হতে থাকে। শেষ পর্যন্ত ৫১টি আসনের মধ্যে তৃণমূল একাই ৪৭টি আসনে জয়লাভ করে। রাম-বামের জোট পর্যুদস্ত হতেই উল্লাসে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। ১৪১৫ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৩৬১ জন। আর তাতেই বাজিমাত করে জোড়া ফুল শিবির। তৃণমূলের এই জয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক তরুণকুমার মাইতি ভোটার, এলাকাবাসী ও দলীয় জয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন দুবদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা অনিল বর, রাজকুমার দুয়ারি, সত্যরঞ্জন মাইতি, খগেন্দ্র নাথ প্রমুখ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই জয়, তৃণমূলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে দাবি জোড়া ফুল শিবিরের।