রাজু-খুনে মিলল বীরভূম-যোগ

তাহলে কি রাজুকে খুন করতে বীরভূম থেকে খুনিদের আনা হয়েছিল? ভিডিও ফুটেজ দেখে খুনিদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠছে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কয়লা ব্যবসায়ী রাজু ঝা-খুনে বীরভূম জেলার যোগ থাকার বেশ কিছু প্রমাণ পেলেন গোয়েন্দারা। ১ এপ্রিল যে নীল গাড়িটিতে হত্যাকারীরা খুন করে চম্পট দেয়, সেটিকে শক্তিগড় থানার অদূরে পাওয়া যায়। তা থেকে মেলে কালীপুজোর চাঁদার ১০ টাকার কুপন। সেটি শেখপুর কালীমন্দিরের। শেখপুর বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার পথেই পড়ে। কুপনের তারিখ ২৯ মার্চ। অর্থাৎ, রাজুকে খুনের দুদিন আগেই গাড়িটি বীরভূমে গিয়েছিল।

আরও পড়ুন-কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মহিলা ব্রিগেড

মনে করা হচ্ছে, খুনিরা এই পথ দিয়েই বিহার বা ঝাড়খণ্ড থেকে এসে থাকতে পারে। হাজারিবাগে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সিং অনেক সময় দলের সদস্যদের সঙ্গে স্থানীয় শ্যুটারদেরও সামিল করে। আমন গুলি-বন্দুকের সঙ্গে সে বোমারও ব্যবস্থা রাখে। তাহলে কি রাজুকে খুন করতে বীরভূম থেকে খুনিদের আনা হয়েছিল? ভিডিও ফুটেজ দেখে খুনিদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠছে। একজন প্রথমে দু রাউন্ড গুলি করে গাড়ির সামনে চলে যায়। ফিরে এসে আবার গুলি চালায়। এরপর চলে যাওয়ার সময় তার হাত থেকে আগ্নেয়াস্ত্রটি পড়ে যায়। এ থেকেই মনে করা হচ্ছে, খুনিরা আমনের গ্যাংয়ের প্রশিক্ষিত সদস্য না হবার সম্ভাবনাই বেশি।

Latest article