সংবাদদাতা, হাওড়া : প্রচণ্ড দাবদাহে হাওড়া শহরে জল সরবরাহে কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের লক্ষ্য কণ্ট্রোল রুম চালু করল হাওড়া কর্পোরেশন। কণ্ট্রোল রুমের ফোন নাম্বারগুলি হল (০৩৩) ২৬৩৮-৩২১২ ও ২৬৩৮-৩২১৩। (এক্সটেনশন-৩১৬)। কর্পোরেশনের অফিস টাইমে এই নাম্বার দুটি চালু থাকবে। শহরবাসীর জল পেতে কোনও সমস্যা হলে এই নাম্বারে ফোন করে জানালে হাওড়া কর্পোরেশনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন-কর্ড লাইনে ফের ট্রেন বাতিল
সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করা হবে। হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‘কোনও জায়গায় জল সরবরাহের সমস্যা হলে থ্রুত সেখানে পানীয় জলের গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এবার এই ব্যাপারে কর্পোরেশনের জলের বিভাগের পক্ষ থেকে কণ্ট্রোল রুম খোলা হল। সেখান থেকে আমরা সবসময় নজরদারি চালাবো। জল সরবরাহ নিয়ে কোনও অভিযোগ এলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ এর সঙ্গে জলের উৎপাদন আরও বাড়াতে এবং ভূগর্ভস্থ জলাধারগুলি যাতে সবসময় ভর্তি থাকে তার জন্য হাওড়া পুরনিগমের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ব্যাপারে পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়রদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি।
আরও পড়ুন-বিজেপির মদতে বাম-তাণ্ডব
বৈঠকে কীভাবে জলের উৎপাদন আরও বাড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা হয়। আগামী বুধবার ফের এই নিয়ে হাওড়া কর্পোরেশনের কর্তারা কেএমডিএ’র আধিকারিকধের সঙ্গে বৈঠক করবেন। হাওড়া কর্পোরেশনের সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত ৬টি ওয়ার্ডে জল সরবরাহ বাড়াতে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ওই এলাকায় কেএমডিএ ও হাওড়া কর্পোরেশনের জল যাতে একসঙ্গে কিভাবে পাঠানো যেতে পারে বৈঠকে তাই নিয়ে আলোচনা হবে। পদ্মপুকুর জল প্রকল্পে প্রতিদিন ৬৫ মিলিয়ন গ্যালন জল মিলছে।