কর্ড লাইনে ফের ট্রেন বাতিল

এরপর আবার ২৩ এপ্রিল পর্যন্ত আপ ও ডাউনের ৮টি হাওড়া-চন্দনপুর লোকাল ফের বাতিল করায় কর্ড শাখার যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ল।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায় যাত্রীদের দুর্ভোগ যেন আর শেষই হচ্ছে না। নন ইণ্টারলকিংয়ের কাজের পর এবার আপ কমন লুপ লাইনে ট্রেন চলাচল সম্ভব না হওয়ায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ৮টি চন্দনপুর লোকাল ২৩ এপ্রিল পর্যন্ত বাতিল করল রেল। এমনিই ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল।

আরও পড়ুন-বিজেপির মদতে বাম-তাণ্ডব

এরপর আবার ২৩ এপ্রিল পর্যন্ত আপ ও ডাউনের ৮টি হাওড়া-চন্দনপুর লোকাল ফের বাতিল করায় কর্ড শাখার যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ল। এরই সঙ্গে হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল-শক্তিগড় বিভাগের আদিসপ্তগ্রামে ১২ নম্বর লেভেল ক্রশিং গেটের রেলওয়ে অংশে ৯০ মিটার বোস্টিং গার্ডার স্থাপন ও অস্থায়ী ভিত্তি নির্মাণের জন্য সোমবার ১৭ এপ্রিল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। এর ফলে সোমবার বর্ধমান-হাওড়া মেমু স্পেশাল ট্রেন বাতিল করা হয়। এরই সঙ্গে ১৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হাওড়া-বর্ধমান মেন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরই সঙ্গে মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। ২৯ এপ্রিল ও মে মাসের ৪, ৬, ৮, ১১, ১৩, ১৪,১৬ ও ১৮ তারিখে হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

Latest article