মোহালি, ১৯ এপ্রিল : চেন্নাই সুপার কিংসের কাছে হারের ধাক্কা সামলে ফের আইপিএলের ২২ গজে ফিরছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার মোহালিতে বিরাট কোহলিদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (RCB vs Punjab kings)।
ঘরের মাঠে ম্যাচ হলেও, অধিনায়ক শিখর ধাওয়ান ও তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের চোট চিন্তায় রাখছে পাঞ্জাব শিবিরকে। কাঁধের চোটে জন্য আগের ম্যাচে খেলেননি শিখর। বুধবারই ফিটনেস টেস্ট হয়েছে তাঁর। খুব সম্ভবত তিনি আরসিবি ম্যাচে ফিরছেন। তবে লিভিংস্টোনকে নিয়ে অতটা আশাবাদী নয় দল। হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু লিভিংস্টোন নেট শুরু করেছেন দু’দিন হল। মাঠে নামতে তাঁর আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বিরাট। তিনটি হাফ সেঞ্চুরি-সহ ইতিমধ্যেই ২২০ রান করে ফেলেছেন। তবে সিএসকের বিরুদ্ধে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন। তাই পাঞ্জাবের (RCB vs Punjab kings) বিরুদ্ধে বাড়তি খিদে নিয়েই ২২ গজে যাবেন কিং কোহলি। দুর্দান্ত ফর্মে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলও। ৫ ম্যাচে ডুপ্লেসির ব্যাট থেকে এসেছে ২৫৯ রান। ম্যাক্সওয়েল সমান ম্যাচে করেছেন ১৭৬। বিরাট, ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল—এই তিনজনের উপরে মূলত দাঁড়িয়ে রয়েছে আরসিবির ব্যাটিং। কিন্তু বিরাটদের দুর্বল জায়গা হল বোলিং। একমাত্র মহম্মদ সিরাজ ছাড়া কেউই ভরসা দিতে পারছেন না। এই কারণেই পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হারতে হয়েছে আরসিবিকে।
আরও পড়ুন: শাহজির খোয়াবনামা অতঃকিম ঘোড়ার ডিম