তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের (West Bengal Power supply) চাহিদা। স্বাধীনতার পরবর্তীকালে বাংলায় বিদ্যুতের চাহিদার সর্বকালীন রেকর্ড। সাফল্যের সঙ্গে মেটাল রাজ্য বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) জানিয়েছেন, “মঙ্গলবার সারা রাজ্যে ৯০২৪ মেগাওয়াটে পৌঁছেছিল বিদ্যুতের চাহিদা। এটি সর্বকালীন রেকর্ড। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে এই রেকর্ড চাহিদা পূরণ করে বাংলার ২ কোটি ২২ লক্ষ গ্রাহকদের সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।“ মন্ত্রী জানান, স্বাধীনোত্তর বাংলায় এটাই সর্বকালীন রেকর্ড। ২০২২ সালের ১৭ অগাস্ট ৭৮৩২ মেগাওয়াট চাহিদা ছিল সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার সিইএসসি-র সর্বোচ্চ চাহিদা পৌঁছয় ২৫২৪ মেগাওয়াটে। এটাও সংস্থার সর্বকালীন রেকর্ড। সাফল্যের সঙ্গে এই চাহিদা (West Bengal Power supply) পূরণ করার জন্য রাজ্যে বিদ্যুাৎ উৎপাদন সংস্থা, রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা-এই ৩ সংস্থার কর্মী ও আধিকারিকদের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।
আরও পড়ুন: অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের এক্তিয়ার নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন দলনেত্রীর