অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের এক্তিয়ার নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন দলনেত্রীর

Must read

অবিজেপি রাজ্যগুলিতে অতিসক্রিয় রাজ্যপাল (Governor)। তাতে ক্ষুব্ধ অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এবার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin- Mamata Banerjee) সঙ্গে। একইসঙ্গে অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক বসার পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একথা ট্যুইটারে খোঁদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

ট্যুইটারে এমকে স্ট্যালিন (MK Stalin- Mamata Banerjee) লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা অবিজেপি রাজ্যে রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোধিতার যে উদ্যোগ নিয়েছি, তার প্রশংসা করে তিনি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়ে বৈঠক করুক।”

গতকাল, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০০ আসনও পেরোবে না বিজেপি। তিনি বলেছেন, সব বিরোধীই একসঙ্গে আছে, ঠিক সময়ে ‘টর্নেডো’ হবে। নীরবতা মানে নিষ্ক্রিয়তা নয়। সকলের সঙ্গে সকলের যোগাযোগ আছে। এবার কোন ম্যাজিশিয়ান এসে ২০০ পার করবে? প্রশ্ন করেছেন নেত্রী। ঠিক তারপরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেত্রীর ফোনে কথা বলা তাৎপর্যপূর্ণ।

Latest article