বুয়েনোস আইরেস, ২০ এপ্রিল : দিয়েগো মারাদোনার মৃত্যুর আসল কারণ আজও স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত করছে আর্জেন্টিনা প্রশাসন। এবার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট আটজনকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা। এই আটজনই মারাদোনার চিকিৎসার দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন-মোহনবাগানের নজরে এএফসি কাপ, কোচ নিয়ে ধোঁয়াশা অব্যাহত ইস্টবেঙ্গলে
২০২০ সালে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা। মৃত্যুর কয়েকদিন আগেই তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। সেই বাড়িতেই পরবর্তী চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছিল। কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকার জন্য ২৪ ঘণ্টার বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ব্যবস্থা ছিল। কিন্তু তার পরেও মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বাবার মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগ এসেছিলেন মারাদোনার দুই কন্যা। এর পরেই তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন।
আরও পড়ুন-ইদে কলকাতায় থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ
এই আটজনের তালিকায় রয়েছেন নামী নিউরো সার্জেন লিওপোলডো লুকি, ফিজিওথেরাপিস্ট অগাস্টিনো কোসাকোভ প্রমুখ। এদিকে, চিকিৎসক মহলের একাংশের দাবি, মারাদোনার নানা শারীরিক সমস্যা থাকলেও, সেগুলি প্রাণঘাতী ছিল না। তবে অস্ত্রোপচারজনিত কোনও সমস্যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে গাফিলতির অভিযোগ সঠিক হতেও পারে।