প্রতিবেদন : ডিএ আন্দোলনের মঞ্চে রাজনৈতিক রং লাগানো উচিত হয়নি বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আন্দোলন গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেখানে রাজনীতির রং লাগলে তার মর্যাদা কমে যায়। ঠিক এই কারণেই আমন্ত্রণ করা সত্ত্বেও আমি ওই চাকরিপ্রার্থীদের আন্দােলন মঞ্চে যাইনি। আমি শহিদুল্লাদের বলেছিলাম, আমি গেলে রাজনীতির রং লাগবে। যা ঠিক নয়। আর এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ মেনে আজ শুক্রবার আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএ বিবাদ মেটাতে বৈঠকে বসছে রাজ্য সরকার।
আরও পড়ুন-আগামী বছরের মধ্যে প্রতি বাড়িতেই জল
বৃহস্পতিবার এই মর্মে চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চকে। রাজ্য সরকারের তরফে ওএসডি তথা পদাধিকারী বলে সহকারী সচিব ভাস্কর ঘোষ চিঠি দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চকে। চিঠিতে বলা হয়েছে, আলোচনার জন্য পাঁচজন প্রতিনিধির নাম পাঠাতে। বৈঠকটি হবে নবান্নে। বিকেল সাড়ে চারটের সময়।