আগামী বছরের মধ্যে প্রতি বাড়িতেই জল

নতুন ব্যবস্থাপনার মাধ্যমে সেই সমন্বয় রক্ষার পথ সুগম হবে।

Must read

প্রতিবেদন : জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে জনস্বাস্থ্য কারিগরি দফতর সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জলপ্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন। তার পরেই প্রকল্পের কাজে গতি আনার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে সই সংগ্রহ

২০২৪-এর ডিসেম্বর মাসের মধ্যে যাতে রাজ্যে প্রতিটি পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছয় তা নিশ্চিত করতে রাজ্যের পূর্ত, সেচ, ক্ষুদ্র সেচ ও জনস্বাস্থ্য কারিগরি দফতরকে যৌথভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রেল, জাতীয় সড়ক এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। নতুন ব্যবস্থাপনার মাধ্যমে সেই সমন্বয় রক্ষার পথ সুগম হবে। এখনও পর্যন্ত রাজ্যে ৫৯ লক্ষ ৬২ হাজার ৯৪৮টি গ্রামীণ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। খরচ হয়েছে ১০ হাজার ৪০০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩২.৪৭ শতাংশ। রাজ্যে প্রতিটি বাড়িতে জলের সংযোগ দিতে খরচ হবে ৫৮ হাজার ৫৮৬ কোটি টাকা। তার মধ্যে এখনও পর্যন্ত ২০২২-’২৩ অর্থবর্ষেই খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

আরও পড়ুন-দায়রা কোর্টেও ধাক্কা খেলেন রাহুল

মোটের ওপর কাজ হয়েছে ৬১ শতাংশ। যেখানে জাতীয় গড় হল ৬০ শতাংশ। তবে দার্জিলিং, মালদহ, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মতো জেলায় কাজ হয়েছে ১৭ থেকে ২৪ শতাংশ। যেসব জেলায় কাজের অগ্রগতি আশানুরূপ নয়, সেই সব জেলায় কাজে গতি আনতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। গোটা দেশে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

Latest article