আজ ইদ (Eid)। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছেই ইদ (Eid) খুশির উৎসব। আর হিন্দু ধর্মের মানুষের কাছে দুর্গাপুজো মহোৎসব। শনিবার যখন গোটা দেশ জুড়ে ইদ উদযাপন হচ্ছে তখন অনন্য সম্প্রীতির নজির গড়ল বাংলা। মুসলিমদের হাতে দুর্গা প্রতিমার বায়না করে কলকাতার খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব প্রমাণ করে দিল, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আর মাত্র ৬ মাস, তারপরই কলকাতা তথা বাংলার বুকে উজ্জ্বল হয়ে উঠবে দুর্গাপুজোর আনন্দ। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পাওয়া কলকাতা দুর্গাপুজোর বিশেষত্বই আলাদা। এই মহোৎসবে জাতি ধর্মের কোনও ভেদাভেদ থাকেনা। শনিবার ইদের দিনে যেন সেই কথাই আবার প্রমাণিত হল। খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাব সেক্রেটারি অভিজিৎ দাস জানান এক টুকরো ভারতবর্ষের ছবি আজ তাঁদের দুর্গাপুজো কমিটি তুলে ধরল বিশ্বের কাছে। ইদের (Eid) রীতিতে মায়ের গীতি – এই ভাবনা থেকেই কলকাতার খিদিরপুরে এই অভিনব উদ্যোগ নিলেন পুজো কমিটির সদস্যরা। বায়না করার পর একে অপরের সঙ্গে কোলাকুলি করা এবং মিষ্টি বিতরণের মধ্যে একদিকে যেমন ইদের আনন্দ ফুটে উঠলো অন্যদিকে দুর্গাপুজোর আগমনী বার্তা ধ্বনিত হল। বাংলা তথা বিশ্ব কলকাতার বুকে সম্প্রীতির অনন্য নিদর্শন দেখলো খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাত ধরে।
আরও পড়ুন: রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন অভিষেক-বাবুল