রবিবার রাতেও মিলবে বিশেষ মেট্রো

Must read

প্রতিবেদন: রবিবার সন্ধেয় হাইভোল্টেজ ম্যাচ। ক্রিকেটের নন্দনকানে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের সব টিকিট শেষ। খেলা শেষ হতে রাত এগারোটা পেরিয়ে যাবে। রাতে খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে কলকাতা মেট্রো (IPL- Kolkata Metro)। রবিবার ম্যাচ শেষে বিশেষ মেট্রো চালানো হবে বলেই শনিবার জানিয়েছে মেট্রো। শহর ও শহরতলির ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখেই এই বিশেষ মেট্রো চালানো হবে। ওইদিন এসপ্ল্যানেড থেকে রাত ১২ টা ১৫ মিনিটে ছাড়বে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো। সেটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২ টা ৪৮ মিনিটে। এর পাশাপাশি রাত ১২ টা ১৪ মিনিটে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষগামী আরও একটি ট্রেন ছাড়বে। সেটি ১২ টা ৪৮ মিনিটে কবি সুভাষ স্টেশনে পৌঁছাবে। ওইদিন এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর (IPL- Kolkata Metro) টিকিট কাউন্টারও মাঝরাত পর্যন্ত খোলা থাকবে। স্মার্ট কার্ড ও টোকেন উভয় পরিষেবাই কাউন্টার থেকে মিলবে। যাত্রীদের সুবিধার্থে সব স্টেশনেই থামবে দুই স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: চাঞ্চল্যকর রিপোর্ট, ২০২২ সালে ইউরোপে তাপপ্রবাহের জেরে মৃত্যু হয়েছে ১৫৭০০ জনের!

Latest article