প্রতিবেদন : মাঝেরহাট মেট্রো স্টেশন আগামী পাঁচ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত মেট্রো করিডর তৈরিতে ছাড়পত্র দিয়েছিলেন। দেরিতে হলেও রেল দফতর সেই কাজ শুরু করেছে। ইতিমধ্যে জোকা-বিবাদিবাগ মেট্রোর কাজ এগিয়েছে। জােকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচল করছে। কিন্তু এই কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর নবনিযুক্ত ম্যানেজার ই উদয়কুমার রেড্ডি শনিবার মাঝেরহাট ও মোমিনপুর রেল স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এছাড়া তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজকর্ম সরেজমিনে দেখেন।
আরও পড়ুন-ফের ধাক্কা, প্রমাণ দিতে না পেরে অযৌক্তিক বাচালতা গদ্দারের
পার্পেল লাইন এই করিডর নির্মাণের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড। সংস্থার কার্যনির্বাহী অধিকর্তা অমিত রায়ও জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন। ময়দানে বি সি রায় মার্কেটে স্টেশনের এলাকা ঘুরে দেখেন রেল কর্তারা। এই কাজ করা যাচ্ছে না কারণ সেনাবাহিনীর তরফে প্রয়োজনীয় অনুমতি মেলেনি। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে মাঝেরহাট স্টেশনটি। এই রুটে মাঝেরহাট স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাঝেরহাট স্টেশন যুক্ত করবে একাধিক এলাকাকে। এককথায় অফিস পাড়া থেকে সূদুর দক্ষিণ শহরতলিকে।