জনসংযোগ যাত্রায় উদ্দীপিত মেদিনীপুরের নেতা-কর্মীরা

২৫ এপ্রিল শুরু হচ্ছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি।

Must read

প্রতিবেদন : ২৫ এপ্রিল শুরু হচ্ছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। এই উদ্দেশ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রায় বেরোবেন। সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন, একই সঙ্গে ২৫০-র বেশি জনসভাও করবেন। এই দুমাসে তিনি তৃণমূল স্তরের রাজনৈতিক ও সামাজিক কর্মীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে আগামী পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের বেছে নেবেন।

আরও পড়ুন-সেপ্টেম্বরেই চালু মাঝেরহাট স্টেশন

এই প্রসঙ্গে শনিবার মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, ‘স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের বুকে এইরকম রাজনৈতিক কর্মসূচি আর দেখা যায়নি। প্রত্যেকটি রাজনৈতিক দল পালাবদল ও পরিবর্তনের কথা বলে, কিন্তু সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে তৃণমূল স্তরের কর্মীদের কথাকে প্রাধান্য দিয়ে কোনও রাজনৈতিক দল প্রার্থী বাছে না। এই অভিনব কর্মসূচি ভারতের রাজনৈতিক ইতিহাসে বিপ্লব আনতে চলেছে। প্রবাদ আছে, পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, গোটা তা আগামীকাল ভাবে। আমি নিশ্চিত আমাদের সাধারণ সম্পাদকের এই উদ্যোগ ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলিও আগামী দিনে গ্রহণ করবে। বাংলার মানুষের দোয়া ও আশীর্বাদ এই কর্মসূচিকে সফল করে তুলবে।’

আরও পড়ুন-ফের ধাক্কা, প্রমাণ দিতে না পেরে অযৌক্তিক বাচালতা গদ্দারের

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া বলেন, ‘আগামী মঙ্গলবার ২৫ তারিখ থেকে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে নবজোয়ারের জনসংযোগ যাত্রা। কোচবিহার থেকে শুরু হয়ে রাজ্য জুড়ে চলবে। বাংলার জনগণ বেছে নেবেন পঞ্চায়েতে তাঁদের প্রতিনিধি।’ নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, ‘তৃণমূলে এল নবজোয়ার। প্রচার শুরু করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে মাথায় রেখে সাধারণ মানুষের পাশে থাকবেন এমন প্রার্থী বেছে নিতে। ভারতে এইরকম ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত কোনও রাজনৈতিক দলই নিতে পারেনি যা তৃণমূল করতে চলেছে। গোটা বিশ্বের কাছে উন্নয়নের নিরিখে স্বীকৃতি অর্জন করতে পেরেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে দুয়ারে সরকারের মাধ্যমে ৮ কোটি মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। আমি মনে করি তৃণমূল স্তরে থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করার যে আনন্দ তার তুলনা হয় না।’

Latest article