কালিয়াগঞ্জে গেল শিশুসুরক্ষা কমিশন

শনিবার ঘটনার তদন্তে গেল রাজ্য শিশুসুরক্ষা কমিশন। সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়রা কালিয়াগঞ্জ থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

Must read

প্রতিবেদন : কিশোরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপি নোংরা রাজনীতির খেলা শুরু করেছে। কিছু মানুষকে খেপিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে। তারই মধ্যে শনিবার ঘটনার তদন্তে গেল রাজ্য শিশুসুরক্ষা কমিশন। সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়রা কালিয়াগঞ্জ থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কথা বলেন জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গেও। তারপর তাঁরা যান নির্যাতিতার বাড়িতে। সেখানে মেয়েটির বাবা, মা ও কাকার সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-জনসংযোগ যাত্রায় উদ্দীপিত মেদিনীপুরের নেতা-কর্মীরা

সুদেষ্ণা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে মেয়েটির পরিবার খুবই ভেঙে পড়েছে। ওঁদের একটাই দাবি, দোষীর ফাঁসি চাই। এদিন সুদেষ্ণা বিরোধী দলনেতার ভূমিকার তীব্র নিন্দা করেন। জানান, বিরোধী দলনেতা আইন ভেঙে নিজের ট্যুইটে মেয়েটির নাম এবং ঘটনাস্থলের কথা লিখেেছন। যা পকসো আইনে অপরাধ। পরে যদিও শুভেন্দু ট্যুইটটি মুছে ফেলেছেন। কিন্তু তার স্ক্রিনশট তাঁদের কাছে আছে। তাঁরা এ নিয়ে পুলিশের কাছে নালিশ জানাবেন। সেই সঙ্গে তদন্তের আগেই ধর্ষণ ও খুন বলে মন্তব্যের নিন্দাও করেন। এদিন সাংবাদিক সম্মেলন করেন রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার। জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনার দিকে নজর রাখছে। দ্রুত দোষীকে খুঁজে বের করতে তৎপর পুলিশ।

Latest article