সকাল থেকেই আরামদায়ক কলকাতার (Kolkata) আবহাওয়া। সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ বেশ কিছু জায়গায়। রবিবার স্বস্তি দিয়ে তাপমাত্রা অনেকটায় নেমেছে। আজ থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া বইবে ৫০ কিলোমিটার পর্যন্ত। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাত হতে পারে। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কিন্তু এরপর দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-৩৬ দিন পর গ্রেফতার অমৃতপাল সিং
আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।