দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ৪

বেসরকারি বাসটি সাতারা থেকে ঠাণের দোম্বিভলি যাচ্ছিল। ভোররাতে বাসটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, লরি পিছন থেকে এসে ধাক্কা মারে বাসে।

Must read

মহারাষ্ট্রের পুণের (Pune) নারহে এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার ঘটনা ঘটল। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা লাগে বেসরকারি বাসের। এর ফলে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ২২ জন। রবিবার ভোররাত প্রায় ৩টে নাগাদ পুণে-বেঙ্গালুরু হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে যাওয়া লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসে।

আরও পড়ুন-স্বস্তিতে বাংলা, আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

বেসরকারি বাসটি সাতারা থেকে ঠাণের দোম্বিভলি যাচ্ছিল। ভোররাতে বাসটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, লরি পিছন থেকে এসে ধাক্কা মারে বাসে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। আহতদের নাভালে হাসপাতাল, দীননাথ মঙ্গেশকর হাসপাতাল ও সাসুস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মে একজন পুলিশ আধিকারিক জানান, “লরির সঙ্গে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২২ জন আহত হয়েছেন। পুণেতে রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে।”

Latest article