প্রতিবেদন : গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। সে দেশের সেনা ও আধাসেনার লড়াইয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী খার্তুম-সহ অন্যান্য এলাকায়। তবে আন্তর্জাতিক মহলের চাপে পড়ে ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বিবদমান দুই পক্ষ। তিনদিনের এই সংঘর্ষ বিরতিকে কাজে লাগিয়ে প্রতিটি দেশই সুদানে (Sudan- India) আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে জোরকদমে। সুদানে আটকে থাকা ভারতীয় নাগরিকদেরও উদ্ধারের কাজ শুরু করেছে দেশের বিদেশমন্ত্রক। বুধবার রাত ৯টার সময় ৩৬০ জন যাত্রীকে নিয়ে সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিমান জেড্ডা থেকে দিল্লি এসে পৌঁছয়।
আরও পড়ুন- মোদির ইচ্ছাপূরণে সিংহের জায়গায় চিতা! ফের বিতর্ক
ভারতীয় বিদেশমন্ত্রক সুদানে আটকে থাকা নাগরিকদের উদ্ধারে শুরু করেছে অপারেশন কাবেরী (Operation Kaveri)। বিদেশমন্ত্রক সুদানে আটকে পড়া ভারতীয়দের প্রথমে সৌদি আরবে সরিয়ে আনছে। সেখান থেকেই তাঁদের দেশে ফেরানোর পরিকল্পনা। সেই পরিকল্পনামতোই সোমবার ৩৬০ জন ভারতীয় দেশে (Sudan- India) ফিরে এসেছেন। দিল্লি পৌঁছনোর পর ভারতীয় নাগরিকদের দৃশ্যতই খুশি দেখিয়েছে। সুদানের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশে ফিরতে পেরে তাঁরা হাফ ছেড়ে বেঁচেছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের যত দ্রুত সম্ভব সরিয়ে আনা হবে। বুধবারে ভারতীয় বায়ুসেনার একটি বিমান পোর্ট সুদান থেকে ২৫৬ জন ভারতীয়কে জেড্ডা নিয়ে এসেছে। সেখান থেকেই তাঁরা দিল্লি ফিরবেন। এর আগে নৌবাহিনীর একটি জাহাজ ২৭৮ জন ভারতীয়কে উদ্ধার করেছিল। সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয়ে বিদেশমন্ত্রক সৌদি কর্তৃপক্ষ ছাড়াও সুদান, মিশরের মতো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যোগাযোগ রেখেছে রাষ্ট্রসংঘের সঙ্গেও।