প্রতিবেদন: ভারতে তৈরি কাশির ওষুধ, চোখের ড্রপে বিষাক্ত উপাদান খুঁজে পাওয়ার পর কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওষুধ নিয়ে প্রবল আন্তর্জাতিক চাপে পড়ে দেশে তৈরি ওষুধের গুণমান পরীক্ষা করতে উঠেপড়ে লেগেছেন কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা। ওই পরীক্ষার পর দেশে তৈরি ওষুধের কোনগুলি গুণমানের বিচারে সঠিক আর কোনগুলি ঠিক নয়, সে বিষয়ে একটি লম্বা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। ওই পরীক্ষায় দেখা গিয়েছে, রোজকার ব্যবহারের বেশিরভাগ ওষুধের উপাদানই ঠিক নয়। হার্টের ওষুধ, প্রেসার, শুগার থেকে শুরু করে মাল্টিভিটামিন— এমন ৪৮টি ওষুধ চিহ্নিত হয়েছে যেগুলি গুণমানের পরীক্ষায় ডাহা ফেল।
আরও পড়ুন-শিক্ষার মানোন্নয়নে উৎকর্ষ হাব
কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার ওয়েবসাইটে ওষুধের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১ হাজার ৪৯৭টি ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছিল। তার মধ্যে গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৪৯টি ওষুধ। ৪৮টি নিত্যব্যবহৃত ওষুধ পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হল এই, যে ওষুধগুলির গুণমান ঠিক নেই সেগুলিই নাকি সবচেয়ে বেশি ব্যবহার করেন মানুষ। যার মধ্যে রয়েছে নানা রকম অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, কার্ডিয়াক সমস্যার ওষুধ, অ্যান্টি ডায়াবেটিক, ক্যালসিয়াম ট্যাবলেট ইত্যাদি। শুধু তাই নয়, এইচআইভি-র ওষুধও ব্যর্থ হয়েছে পরীক্ষায়। ভিটামিন সি, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড-সহ মাল্টিভিটামিনের গুণমানও নাকি ঠিক নেই।
আরও পড়ুন-স্বাস্থ্য কমিশনের ধাঁচে এবার শিক্ষা কমিশন
অথচ এইসব ভিটামিন ট্যাবলেট রোজকার ব্যবহারে লাগে। বাচ্চাদেরও খাওয়ানো হয়। যেসব সংস্থা এই ওষুধগুলি তৈরি করে তাদের বক্তব্য জানতে চায় কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। মৃগীরোগে সবচেয়ে বেশি ব্যবহৃত গাবাপেন্টিন, হাইপারটেনশনের জন্য টেলমিসার্টান, অ্যান্টি ডায়বিটিস কম্বিনেশন গ্লিমেপিরাইড এবং মেটফর্মিনের মতো ওষুধ রয়েছে তালিকায়। এইচআইভি-র ওষুধ রিটোনেভিরও ব্যর্থ হয়েছে পরীক্ষায়। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় এই ওষুধগুলি তৈরি হয়। যে সমস্ত সংস্থার ওষুধ নিম্নমানের বলে চিহ্নিত হয়েছে তার মধ্যে রয়েছে কর্নাটকের অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, উত্তরাখণ্ডের স্নোকেম ফার্মাসিউটিক্যালস, হরিয়ানার নেস্টার ফার্মাসিউটিক্যালস, উত্তরপ্রদেশের জেবিজেএম পেরেনটিরালর্স, হিমাচল প্রদেশের রোনাম হেলথ কেয়ার এবং মুম্বইয়ের সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস।